রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ
পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা জুড়ীতে অবৈধ স’মিল মালিকের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ঘুষের অভিযোগ সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মালয়েশিয়ায় সিন্ডিকেট করতে সক্রিয় সাবেক প্রবাসী কল্যাণে মন্ত্রী বেয়াই মোশাররফের ক্যাশিয়ার দোলন ৩৩নং ওয়ার্ড আ. লীগের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল গায়ানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল গায়ানা

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় মঙ্গলবার পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে।

এদিকে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গতকাল শুরু হওয়া ম্যাচে ওয়ারিয়র্সের জার্সিতে নিজেদের প্রথম ম্যাচে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট।  শুরুটা বেশ দারুণ হলো তানজিম হাসান সাকিবের জন্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় ২ উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম।

তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস ও হাসান খান। ২১ রান খরচায় ৪ উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় ২ উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর। লাহোর কালান্দার্সের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তানজিম সাকিবকে।

পরের ওভারের তানজিম সাকিবের প্রথম দুই বলেই চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর অবশ্য আর কোনো রান দেননি এ পেসার। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম। এই ওভারে ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে আসেন তানজিম সাকিব। মাত্র দুটি বল করার সুযোগ পান। প্রথম বলে দুই রান নেওয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা। লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল।  লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক-ব্যাটার শাই হোপ। কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান ও আসিফ আফ্রিদি।

এদিকে চোটের কারণে এ আসরে খেলা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তানজিম সাকিব। কিন্তু ফিটনেস টেস্ট দিয়ে সেই অনিশ্চিয়তা দূর করেন তিনি। ফলে বিসিবির কাছ থেকে এ লিগে খেলার ছাড়পত্র পান তানজিম সাকিব। এরপর গত শুক্রবার (২২ নভেম্বর) গায়ানার হয়ে দলের সঙ্গে যোগ দিতে ছুটে যান ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগে খেলতে।

উল্লেখ্য, পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ। ইতোমধ্যে দলগুলো অংশগ্রহণের জন্য ওয়েস্টইন্ডিজে। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স ছাড়াও আছে বিপিএলের রংপুর রাইডার্স, পিএসএলের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর ৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *