বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
দীর্ঘ দুই বছর পর সিনেমা হলে ছায়াছবি প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। আগামীকাল সোমবার মধুবনে মুক্তি পাচ্ছে সিনেমা ‘তুফান’। আর এ সিনেমার অগ্রিম টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির এক দিন আগেই ফুরিয়ে গেছে ‘তুফান’ সিনেমার প্রথম দুই দিনের বেশির ভাগ টিকিট।
মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সালে যাত্রা শুরু করা মধুবনে গত দুই বছরে কোনো শোতে সব টিকিট অগ্রিম বিক্রির রেকর্ড নেই। তবে ‘তুফান’ সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে যাচ্ছে। আগামীকাল দুপুরের শোতে মধুবন সিনেপ্লেক্সের পর্দায় মুক্তি পাচ্ছে ‘তুফান’।
ইতিমধ্যে ঈদের দিন ও ঈদের পরদিনের আটটি প্রদর্শনীর মধ্যে দুদিনই বিকেল ও সন্ধ্যার শোর অগ্রিম বিক্রির জন্য বরাদ্দ রাখা সব টিকিট ফুরিয়ে গেছে। আজ রোববারও অগ্রিম টিকিটের জন্য কাউন্টারে ভিড় করেছেন দর্শকেরা। সোম ও মঙ্গলবারের দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাতের শোতে ৩৪৫ আসনের সিনেপ্লেক্সের ৭৫ শতাংশ টিকিট অগ্রিম বিক্রির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।