রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ
পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা জুড়ীতে অবৈধ স’মিল মালিকের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ঘুষের অভিযোগ সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মালয়েশিয়ায় সিন্ডিকেট করতে সক্রিয় সাবেক প্রবাসী কল্যাণে মন্ত্রী বেয়াই মোশাররফের ক্যাশিয়ার দোলন ৩৩নং ওয়ার্ড আ. লীগের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চন্দ্রকলি পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

চন্দ্রকলি পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মরহুম মাওলানা কেফায়েত উল্লাহ স্মৃতি দল। মঙ্গলবার রাতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা এ এইচএম খায়রুল আনাম চৌধুরী অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

নোয়াখালী উপকূলীয় উপজেলা সুবর্ণচরের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

এর আগে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান বিতার্কিকরা তিন দিনব্যাপী কর্মশালার মাধ্যমে এসব শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।

গ্র্যান্ড ফাইনালে সেরা ১২ বিতার্কিককে সংবর্ধনা দেওয়া হয়। বিতার্কিকরা হলেন, মরহুম মাওলানা কেফায়েত উল্লাহ স্মৃতি দলের উম্মে মায়েশা, সাইফা রহমান, এস ফাহিয়া রশিদ ইরা। মরহুম ফজলুল হক সাহেব স্মৃতি দলের মাহাদিয়া মুনজারিন, উম্মে মালিহা,কামাল উদ্দিন। মরহুম মাহাতাবউদ্দিন স্মৃতি দলের হাসিবা, মো:সোহেল, আনিকা। মরহুম অধ্যাপক মিজানুর রহমান স্মৃতি দলের আরাধ্য দাস, সাদিয়া, আশরাফুল।

মডারেটর হিসেবে ছিলেন ঢাকা আইডিয়াল কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর মো. নূরনবী। বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সাবেক কার্যকরী সদস্য সিফাতুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক আশরাফ উল্লাহ।

আয়োজক কমিটির সম্পাদক ও চন্দ্রকলি বিতর্ক ধারার মডারেটর আতিকুর রহমান আবির বলেন, চন্দ্রকলি সহশিক্ষা কার্যক্রমে সবসময়ই সচেতন। আমরা এ কার্যক্রম দিয়ে এটা নিশ্চিত হয়েছি যে, আমাদের গ্রামের শিক্ষার্থীরা কতটা দক্ষ ও সাহসী। এখন আমরা শিক্ষার্থীদের সামনে এগিয়ে নেওয়ার পথ প্রসারিত করতে কাজ করব। এখন আমাদের বিতার্কিকদের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন করানোই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর তারেক মোরতাজা, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *