শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের সাধারণ এক রড মিস্ত্রি জাকির, অল্প কয়েক বছরের ব্যবধানে গড়ে তুলেছেন কোটি টাকার অস্থাবর-স্থাবর সম্পদের পাহাড়। সাততলা বাড়ি, একাধিক প্লট, প্রাইভেট কার ও ব্যবসা—সবই এখন তার মালিকানায়। অথচ তার নেই কোনো শিক্ষাগত যোগ্যতা, নেই বৈধ আয় বা কর রেকর্ড। প্রশ্ন উঠেছে—এ সম্পদের উৎস কোথায়?
জাকির নিজেকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের “ঘনিষ্ঠ” দাবি করে এলাকায় দাপট দেখান। “দোসর” পরিচয়ে জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাব খাটানো তার নিয়মিত কাজ। স্থানীয়দের অভিযোগ— প্রশাসনের রহস্যজনক নীরবতা তাকে আরও বেপরোয়া করে তুলেছে।
অন্ধকার জীবনের চেহারা-
বিশ্বস্ত সূত্র জানায়, নারীদের সাথে অনৈতিক সম্পর্ক, মাদকাসক্তি এবং রাতের নেশার আসর তার নিত্যসঙ্গী। তরুণ সমাজ এতে বিভ্রান্ত হচ্ছে, ছড়াচ্ছে নৈতিক অধঃপতন।
সাংবাদিককে হুমকি-
জাকিরের অপকর্ম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক সরাসরি হুমকির শিকার হন। মাহবুব নামে এক ব্যক্তি সাংবাদিককে গালাগাল ও ভয় দেখায়। এমনকি বলে— “১০০ সাংবাদিক পাইলেও কিছুই করতে পারবে না”। স্থানীয়রা বলছেন, মাহবুব দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছে এবং জাকিরকে “কভার” দিয়ে আসছে।
প্রশাসনের নীরবতা, জনগণের প্রশ্ন-
অশিক্ষিত এক শ্রমিক কীভাবে কোটি টাকার সম্পত্তি বানালেন? তার ক্ষমতার উৎস কোথায়? কেন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে হুমকি পান? প্রশাসনের নীরবতা নিয়েই এখন জনমনে তীব্র প্রশ্ন।
এলাকাবাসীর দাবি-
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে-
এই ঘটনা কেবল একজন ব্যক্তির নয়, বরং সমাজের ভেতরের ভয়ংকর অন্ধকার চিত্র। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তবে জাকির-মাহবুব চক্রের মতো কালো ছায়া গোটা সমাজকে গ্রাস করবে।
[ এ নিয়ে থাকছে দৈনিক মিডিয়া বাজ পত্রিকার ধারাবাহিক প্রতিবেদন ২য় পর্বে আসছে জাকিরের অপকর্মের দিক]