মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
বিশ্বনাথ দশঘর ইউনিয়নের পীরের বাজারেআল-ফোরকান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১৮ মাচ্ ১৭ রমজান রোজ মঙ্গলবার স্থানী জাবালে নুর একাডেমী হাজী কদর আলী মার্কেট পীরের বাজারে,সহ সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম জিহাদীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদের পরিচালনায়, অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্যে রাখেন আল-ফোরকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এইচ এম রায়হান আহমেদ(স্পেন প্রবাসী), মোঃ আবুল হাসনাত ভাইস প্রেসিডেন্ট আল-ফোরকান ফাউন্ডেশন (লন্ডন প্রবাসী),মাওলানা মনছুর আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আল-ফোরকান(সৌদি প্রবাসী)।
সাংবাদিক আনহার বিন সাইদ সাধারণ সম্পাদক আল-ফোরকান ফাউন্ডেশন (স্পেন প্রবাসী)। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুফতি আব্দুল কাইয়ুম জিহাদী, হাফিজ মাওলানা রেজাউল করিম, মাওলানা কামরুল ইসলাম চাঁন মিয়া, হাফিজ আব্দুর রউফ রাফি (পরিচালক জাবালে নুর একাডেমী হাজী কদর আলী মার্কেট পীরের) মোঃ আব্দুল বাকি শিপু, হাফিজ সাজ্জাদুর রহমান রিপন।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন, হাফিজ ফয়জুল ইসলাম, মোঃ আব্দুল বাকি শিপু, হাফিজ রিপন,হাফিজ উবায়েদুর রহমান, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রেজাউল করিম সদস্য আল-ফোরকান ফাউন্ডেশন।