শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মিয়ানমার থেকে সেন্ট মার্টিনে গুলি করা হচ্ছে। অথচ দেখা যাচ্ছে, সরকার কোনো কথা বলছে না। সেন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধজাহাজও দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর প্রচণ্ডভাবে হুমকি। আমরা মনে করি, এই সরকার একটা দুর্বল সরকার, মানুষের কোনো ম্যান্ডেটও নেই, এটা একটা নতজানু সরকার। বিদেশের ওপর নির্ভর করে এই সরকার টিকে আছে। যে কারণে তাদের নিয়ে একটা কথা বলতেও এই সরকার সাহস পায় না।’
আজ রোববার বেলা দেড়টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সেন্ট মার্টিন এলাকায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সরকার নির্ধারণ করবে। তারা এখন পর্যন্ত একটা স্টেটমেন্টও তো দেয়নি, সেখানে সেনাবাহিনী কী মোতায়েন করবে?’