শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযানে দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রাজু (পিতা মৃত রফিক বিশ্বাস, মাতা মৃত মর্জিনা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- চান্দুপাড়া, উপজেলা/থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী) কে গ্রেফতার করেছে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের টিম।
পুলিশ সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। অপরাধ সংঘটনের পর দ্রুত এলাকা পরিবর্তন করে অন্য থানায় আত্মগোপন করাই ছিল তার নিয়মিত কৌশল। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় একাধিক মামলা রয়েছে।
অদ্য ২৩ অক্টোবর রাত সাড়ে বারোটায় অভিযুক্ত রাজুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়। মহামান্য আদালত দ্রুত বিচার শেষে রাজুকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এসআই তন্ময় বলেন —> “রাজু দীর্ঘদিন ধরে গুলিস্তানসহ আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। আমাদের টিমের দ্রুত পদক্ষেপে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষায় গুলিস্তান পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই তন্ময় আহাদ পুলিশ বক্সের দায়িত্ব নেওয়ার পর থেকে গুলিস্তান এলাকায় ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা এবং মাদক ব্যাবসা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।