বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা আ.লীগ নেতার পাশে বিএনপি নেত্রী, লালপুরে নেতাকর্মীদের বিক্ষোভ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সাহসিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি সাংবাদিক সারজিদ আহমেদ অপু

রাজিবুল হক রনি, ঢাকা থেকে
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
সাংবাদিকতা পেশা নয়, এটি দায়িত্ব ও দায়বদ্ধতার এক অন্তহীন যাত্রা—এই মন্ত্রে বিশ্বাসী একজন সাহসী ও সৎ সংবাদকর্মী সারজিদ আহমেদ অপু। দুই বছর মালয়েশিয়ায় আন্তর্জাতিক সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জনের পর বাংলাদেশে ফিরে এখন তিনি মাঠ সাংবাদিকতায় রেখেছেন সাহসিকতার ছাপ।

সাংবাদিকতা পেশা নয়, এটি দায়িত্ব ও দায়বদ্ধতার এক অন্তহীন যাত্রা—এই মন্ত্রে বিশ্বাসী একজন সাহসী ও সৎ সংবাদকর্মী সারজিদ আহমেদ অপু। দুই বছর মালয়েশিয়ায় আন্তর্জাতিক সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জনের পর বাংলাদেশে ফিরে এখন তিনি মাঠ সাংবাদিকতায় রেখেছেন সাহসিকতার ছাপ।

বর্তমানে তিনি নিউজ ২১ বাংলা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং মিনিস্টার মাই-ওয়ান গ্রুপের জাতীয় দৈনিক গড়বো বাংলাদেশ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মালয়েশিয়ায় অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের জীবন, অধিকার ও সংকট নিয়ে News 21 বাংলা টিভির আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি হিসেবে নানা সময় গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেন, যা দেশে-বিদেশে দারুণ সাড়া ফেলে।

দেশে ফিরে সারজিদ আহমেদ অপু মনোনিবেশ করেন অনুসন্ধানী সাংবাদিকতায়। মাঠপর্যায়ে সরেজমিন প্রতিবেদন, দুর্নীতি উন্মোচন, প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র এবং প্রান্তিক জনগণের জীবনের বাস্তবতা তুলে ধরতে গিয়ে বারবার হয়েছেন ঝুঁকির মুখোমুখি, তবু কখনও আপস করেননি সত্য প্রকাশে। তাঁর সহকর্মীরা বলছেন, অপু একজন আত্মবিশ্বাসী ও কর্মঠ সাংবাদিক, যিনি সাহসিকতার সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে লিখেন। মাঠ পর্যায়ে তাঁর গভীর সংবেদনশীলতা ও তথ্যনির্ভর প্রতিবেদন তাকে আলাদা করে চেনায়।

সাংবাদিকতার পাশাপাশি অপু সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। নানা সময় তিনি নিঃস্বার্থভাবে দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই অনেক সমস্যাকে তুলে এনেছেন সংবাদে, যেগুলোর সমাধান এসেছে তাঁর সংবাদ কাভারেজের পর। গণমাধ্যম বিশ্লেষকদের মতে, সারজিদ আহমেদ অপু হলেন সেই নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতিচ্ছবি, যারা শুধু তথ্য পরিবেশনে নয়, জনমানুষের পক্ষে অবস্থান নিয়েই সাংবাদিকতাকে জনস্বার্থে রূপ দিতে চান। জাতীয় পর্যায়ে তার এই সাহসিকতা ও নিষ্ঠা ইতোমধ্যে পেশাদার মহলে প্রশংসিত হয়েছে। তাঁর নিরলস কাজের মাধ্যমেই নতুন প্রজন্মের মধ্যে সাংবাদিকতা পেশার প্রতি আস্থা ও আগ্রহ জন্মাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *