বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
সাংবাদিকতা পেশা নয়, এটি দায়িত্ব ও দায়বদ্ধতার এক অন্তহীন যাত্রা—এই মন্ত্রে বিশ্বাসী একজন সাহসী ও সৎ সংবাদকর্মী সারজিদ আহমেদ অপু। দুই বছর মালয়েশিয়ায় আন্তর্জাতিক সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জনের পর বাংলাদেশে ফিরে এখন তিনি মাঠ সাংবাদিকতায় রেখেছেন সাহসিকতার ছাপ।
বর্তমানে তিনি নিউজ ২১ বাংলা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং মিনিস্টার মাই-ওয়ান গ্রুপের জাতীয় দৈনিক গড়বো বাংলাদেশ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মালয়েশিয়ায় অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের জীবন, অধিকার ও সংকট নিয়ে News 21 বাংলা টিভির আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি হিসেবে নানা সময় গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেন, যা দেশে-বিদেশে দারুণ সাড়া ফেলে।
দেশে ফিরে সারজিদ আহমেদ অপু মনোনিবেশ করেন অনুসন্ধানী সাংবাদিকতায়। মাঠপর্যায়ে সরেজমিন প্রতিবেদন, দুর্নীতি উন্মোচন, প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র এবং প্রান্তিক জনগণের জীবনের বাস্তবতা তুলে ধরতে গিয়ে বারবার হয়েছেন ঝুঁকির মুখোমুখি, তবু কখনও আপস করেননি সত্য প্রকাশে। তাঁর সহকর্মীরা বলছেন, অপু একজন আত্মবিশ্বাসী ও কর্মঠ সাংবাদিক, যিনি সাহসিকতার সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে লিখেন। মাঠ পর্যায়ে তাঁর গভীর সংবেদনশীলতা ও তথ্যনির্ভর প্রতিবেদন তাকে আলাদা করে চেনায়।
সাংবাদিকতার পাশাপাশি অপু সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। নানা সময় তিনি নিঃস্বার্থভাবে দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই অনেক সমস্যাকে তুলে এনেছেন সংবাদে, যেগুলোর সমাধান এসেছে তাঁর সংবাদ কাভারেজের পর। গণমাধ্যম বিশ্লেষকদের মতে, সারজিদ আহমেদ অপু হলেন সেই নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতিচ্ছবি, যারা শুধু তথ্য পরিবেশনে নয়, জনমানুষের পক্ষে অবস্থান নিয়েই সাংবাদিকতাকে জনস্বার্থে রূপ দিতে চান। জাতীয় পর্যায়ে তার এই সাহসিকতা ও নিষ্ঠা ইতোমধ্যে পেশাদার মহলে প্রশংসিত হয়েছে। তাঁর নিরলস কাজের মাধ্যমেই নতুন প্রজন্মের মধ্যে সাংবাদিকতা পেশার প্রতি আস্থা ও আগ্রহ জন্মাচ্ছে।