শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ
দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নজু পাঠান গ্যাংয়ের তাণ্ডবে কাঁপছে শ্রীনগর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মত্তপাড়া গ্রামে নজু পাঠান গ্যাংয়ের নেতৃত্বে সংঘবদ্ধ ভূমিদস্যু ও কিশোর গ্যাংয়ের তাণ্ডবে এক বিধবা নারী, দুই রেমিট্যান্স যোদ্ধা এবং এক স্কুলছাত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় নজু পাঠান, আওলাদ পাঠান, রব পাঠান, হারেছ পাঠান, ফিরু পাঠান ও তাদের সহযোগী কিশোর গ্যাং সদস্যরা সম্প্রতি কাতারপ্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিশির ও শিরনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টা করে এবং চারদফা বেধড়ক মারধর করে চোর সাব্যস্ত করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, শ্রীনগর থানার এসআই আব্দুল কাদির ভূমিদস্যুদের পক্ষে কাজ করছেন। নির্যাতনের অংশ হিসেবে তিনি নিজ হাতে শিরনকে হ্যান্ডকাফ দিয়ে পেটান। এ সময় দুই ভাইকে বাঁচাতে গেলে ছোট বোন, এক স্কুলছাত্রী, সন্ত্রাসীদের হাতে শ্লীলতাহানি ও হত্যার হুমকির শিকার হন।

অসহায় পরিবারটি বর্তমানে বাড়িঘর ছেড়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন। জানা যায়, ২০১৮ সালে এক শান্তিরক্ষা মামলায় মুচলেকা দিয়েও থামেনি এই চক্র। পরবর্তীতে বিধবা সিমা বেগম আদালতে সিআর ২২৮(১৩)/২৫ নম্বর মামলা দায়ের করেন এবং স্কুলছাত্রী সুস্মিতা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

তথ্যমতে, শিশির ও শিরন দীর্ঘদিন কাতারে ছিলেন। দাদার অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে কয়েক দিনের মাথায় দাদার মৃত্যু হয়, এরপর বাবাও শোকে মৃত্যুবরণ করেন। ঠিক তখনই নজু গ্যাং তাদের নিজস্ব বাড়িতে ভাড়া দাবি করে।

পরিবারটি ভূমি অফিসে কাগজপত্র যাচাই করে নিজেদের মালিকানা প্রমাণ করলে ভূমিদস্যুরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত হামলা চালায়। শিশির ও শিরন কে অমানুষিক নির্যাতন হইতে রক্ষার জন্য প্রত্যক্ষদর্শী শ্বশুর বাড়িতে বেড়াতে আসা এক জামাই শিশির ও শিরনের প্রাণ প্রাণভিক্ষা চাওয়া সত্ত্বেও সন্ত্রাসীরা থেমে থাকেনি। এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

সাম্প্রতিক ঘটনায় নজু গ্যাং এলাকায় একটি একহাজার টাকার মোবাইল চুরির মিথ্যা অভিযোগে মানববন্ধন করে এবং শিশির ও শিরনকে হত্যার হুমকি দিয়ে গ্রামছাড়া করে।

এলাকাবাসী ও সচেতন মহল জানান, নজু গ্যাংয়ের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না বলেই সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

বিধবা সিমা বেগম তার দুই সন্তান রেমিট্যান্স যোদ্ধা ও স্কুলছাত্রীকে নিয়ে নিজ বসতবাড়ি ছেড়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সচেতন মহল অবিলম্বে নজু গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *