শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নতুন বাজার সাংকী ভাঙ্গা হাওর তীরবর্তী চুইছ গেটের পাশে সাংকী ভাঙ্গা গ্রামের মরহুম গিয়াস উদ্দিন ও মরহুম শফিউদ্দিনের ফসিল জমি থেকে দিন-রাত একটি চক্র ড্রেজার মেশিন দ্বারা জোর পূর্বক ফসলী জমি ধ্বংশ করে বালু উত্তোলন করে আসছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধ ভাবে বালু উত্তোলন করে লাখ লাখ গণফুট বালু স্টক করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি উপজেলা প্রশাসন দ্রুত এসব ফসিল জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ এই কাজের সাথে যারা জড়িত তাদের কে আইনের আওতায় নেওয়ার দাবী জানান।
বাংলা টিভির সাংবাদিক Dulal Hossail Raju /বাবুল মিয়া /লাল মিয়া ও আরো দশ দেকে পনেরো জন মিলে আমাদের জমি থেকে জুর পূর্বক বালো উত্তলন করতেছে। এ বিষয়ে এসিল্যান্ড অফিসে ও টিওনো মহদয়ের কাছেও সরনপূন্য হয়েছি তাতেউ কোন কাজ হয়নি
আপনি আপনার নাম্বার দিন