বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ
মেডিকেল করানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সমাদর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

রাউজান উপজেলার পূর্ব আধারমানিক খ্যাতিপাড়ায় সামাজিক সংগঠন সমাদর ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ষবরণ, গুনীজন সংবর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ এপ্রিল ২০১৫ রবিবার স্থানীয় মাঠে সংগঠনের সভাপতি কিরণ বড়ুয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সারাদিন ব‍্যাপি অনুষ্ঠান মালার সকালবেলা অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মীয় গাথা প্রতিযোগীতা, ক্রিড়া প্রতিযোগীতা। বিকাল ৩টায় শুরু হয় আলোচনা সভা, গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ সমাদর ক্লাবের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ভদন্ত করুনা প্রিয় থের ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় আর্শীবাদক হিসেবে উপস্থিত হিলেন সমাদর ক্লাবের প্রধান উপদেষ্টা মানিক বিহারের অধ্যক্ষ ভদন্ত সদ্ধর্মসারণী সুমনবংশ মহাথের।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিলেন বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব ও মধ্যম আধারমানিক সুরৎসিং বিহার পরিচালনা কমিটির সভাপতি অনিল কান্তি বড়ুয়া এবং প্রধান আলোচক ছিলেন ওয়ান্ড এ্যালায়েন্স অব বুড্ডিস্ট থাইল্যান্ড এর ডাইস প্রেসিডেন্ট ড. সবুজ বড়ুয়া শুভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড পেক থাইল্যান্ড বাংলাদেশ চাপ্টারের চীফ কো-অর্ডিনেটর সদ্ধর্মলোক ডিলক প্রদীপ বড়ুয়া আনন্দ, রাউজান আধারমানিক সমীরণ ফাউন্ডেশনের পরিচালক শিক্ষিকা পুরবী বড়ুয়, ওয়াল্ড। এ্যালায়েন্স অব বুজিস্ট ইউথ থাইল্যান্ড এর চেয়ারপার্সন ড. মিথিলা চৌধুরী, মধ্যম ইদুলপুর সার্বজনীন আনোদয় বিহারের অর্থ সম্পাদক নিহার কান্তি বড়ুয়া, দুলাল রেনু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিমূল কান্তি বড়ুয়া, মানিক বিহার পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি মিলন কান্তি বড়ুয়া, পল্লী চিকিৎসক ভূপতি রঞ্জন বড়ুয়া, প্রবীন সমাজ সেবক বিদর্শন সাধক রতন বস্তুয়া।

উদ্বোধন করেন সমাদর ক্লাবের সাধারন সম্পাদক সুলভ বড়ুয়া ও স্বাগত ভাষন প্রদান করেন সমাদর ক্লাব স্কাইয়ে ধম্মা স্কুলের বর্ষীয় শিক্ষক ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় বস্তুয়া।

পরে কৃতি শিক্ষার্থীদের মাজে শিক্ষাসামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট ব‍্যাক্তিদের মাঝে স্মারন সম্মাননা প্রদান করা হয় এবং সন্ধ্যায় এক মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানে টিডি ও বেতারের গুনী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *