বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
গল্প নয় সত্যি বলতাছি একজন বৃদ্ধ নানার বয়সী ১০০ বছরের পুরনো কথা,২০০ বছর আগে এই ইহুদি ধর্মলম্বীদেরকে,মিশর ও ইউরোপের ও আমেরিকা, জাপান ,সহ বিভিন্ন দেশ থেকে বের করে দেওয়া হয়, তত্কালীন হিটলারের নাম সুনেনি এমন কোন, মানুষ নেই, হিটলার শে ৭ লক্ষ্য ইহুদিকে তেলে ভেজে হত্যা করে ছিল কেন , আজকে প্রমাণ করে, তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা ঝড় ওঠে, শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
যখন বিশ্বের কোন যায়গায় তাদের নিরাপত্তা ব্যবস্থা নেই, তখন এই ফিলিস্তিনের,ঐ যায়গায় আশ্রয় শিবির দেওয়া হয়, ইহুদি ধর্মলম্বীদেরকে,কি তখন তো সবাই ফিলিস্তিনিদের কে, স্বাগতম ও মারহাবা মারহাবা বলেছেন। আজকে ২০০ বছর পর তোমরাই আবার, তাদের আশ্রয় শিবির থেকে, ইসরায়েলি রাষ্ট্রে পরিণত করেছ। আজকে সেই ইজরায়েল ,বিশ্বের শক্তিধর রাষ্ট্র গুলোর অধিকারী। যাদের আশ্রয় আশ্রিত,তারা হলেন ঘর ছাড়া আর জারা হলো রিপোজি তারা হলেন দখলদার ইসরাইল।
মুসলিম বিশ্বের সকল মানবতা আছে ঘুমিয়ে অসহায় ফিলিস্তিনি রাষ্ট্রের উপরে আছরে পড়ে মিসাইল উৎক্ষেপসস্র বোমা। আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জেলা উপজেলা, ইজরায়েলের পূর্ণ বয়কট ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অধিকাংশ ব্যাবসাহিরা তারা ইজরায়েলের পূর্ণ বয়কট করেছে দোকান থেকে বের করে নিয়ে আগুনে পুড়ে ছাই করে ফেলেছে।
তাছাড়া বাংলাদেশের মুসলমান বিশ্ব মানবতাবাদী রাষ্ট্রের দিকে তাকিয়ে আছেন বলে জানা গেছে। তারা বলেন অবিলম্বে পঃ বিশ্ব একত্রিত হয়ে যে কোন মূল্যে এই যুদ্ধ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন।