বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
রামগঞ্জ থানা কাটাখালী,হাজির পাড়া নামক স্থানে, রামগঞ্জ থেকে ছেড়ে আসা সি এন জি চালক সহ যাত্রীর সাথে কিশোর গ্যাং এর মধ্যে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তারা তাদের গ্যাং গ্রুপের মধ্যে খবর ছড়িয়ে পড়ে।
তাদের কথা ও উচ্চ আওয়াজে আশেপাশে লোক জন জড়ো হয়।কিশোর গ্যাং এর সদস্যরা তা দেখে দেশি ও অস্ত্র এব চাইনেজ অস্ত্র নিয়ে শতাধিক কিশোর গ্যাং এর সদস্যরা জোড়া হলে,এলাবাশির সাথে তাদের বাকৃবি দন্দে জড়িয়ে পড়লে, একপর্যায়ে এলাকার সাধারণ মানুষ তাদেরকে দাওয়া করে।
কিশোর গ্যাং এর কয়েক জন সদস্য কে আটক করে, রামগঞ্জ থানায়, পুলিশ কে অবহিত করেন তথা গতিতে পুলিশ অস্ত্র সহ ,এসে তাদেরকে নিয়ে যান বলে জানা যায়।