রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সর্বশেষ
পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা জুড়ীতে অবৈধ স’মিল মালিকের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ঘুষের অভিযোগ সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মালয়েশিয়ায় সিন্ডিকেট করতে সক্রিয় সাবেক প্রবাসী কল্যাণে মন্ত্রী বেয়াই মোশাররফের ক্যাশিয়ার দোলন ৩৩নং ওয়ার্ড আ. লীগের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মহেশপুরে হাফি মিয়ার নেতৃত্বে সক্রিয় মাদক চক্র, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর পশ্চিমপাড়া গ্রামে মোঃ হাফি মিয়া (পিতা: রউশন মিয়া) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, হাফি মিয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফেনসিডিল, স্বর্ণসহ বিভিন্ন চোরাচালানপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে তুলেছেন অবৈধ সাম্রাজ্য।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা এই গ্রামটি চোরাচালানের জন্য সুবিধাজনক হওয়ায় হাফি মিয়া নিয়মিত ফেনসিডিল ও স্বর্ণ পাচারের সাথে জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “সে কৌশলে ভারত থেকে মাদক এনে এলাকাজুড়ে সরবরাহ করে।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার পাশাপাশি হাফি মিয়া এলাকায় ভয়ভীতি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না। স্থানীয়দের অভিযোগ, তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এলাকার এক দোকানদার বলেন, “আগে সে খুব সাধারণ জীবন যাপন করতো। এখন হঠাৎ করে দামি গাড়ি, বড় বাড়ি আর বিভিন্ন ব্যবসা দাঁড় করিয়েছে। সবাই জানে, মাদক থেকেই সে এই টাকাগুলো করেছে।”

এলাকাবাসী অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে হাফি মিয়া বছরের পর বছর ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ঝিনাইদহের সীমান্তবর্তী এই অঞ্চলে সম্প্রতি মাদক ব্যবসা ও স্বর্ণ চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

প্রতিবেদন পর্ব-১ শেষ

পরবর্তী পর্বে: মাদক চক্রের বিস্তার ও পৃষ্ঠপোষকদের ভূমিকা


আপনার মতামত লিখুন :

One response to “মহেশপুরে হাফি মিয়ার নেতৃত্বে সক্রিয় মাদক চক্র, আতঙ্কে এলাকাবাসী”

  1. Sumon says:

    এরা খারাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *