শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ
দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সাংবাদিকে’র বাসায় গিয়ে হুমকি দেওয়া পরাগ নাজমুলকে রুখবে কে

সাফায়েত খান, বরিশাল
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
সাংবাদিকে'র বাসায় গিয়ে হুমকি দেওয়া পরাগ নাজমুলকে রুখবে কেবরিশাল পল্লী সঞ্চয় ব্যাংকের সদর উপজেলা মাঠ সহকারী মনিরুজ্জামান পরাগ ও নাজমুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করেছেন ভুক্তভোগী একজন সাংবাদিক ও এক্টিভিস্ট। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা ঢাকার প্রধান কার্যালয় সাবেক সিবিএ নেতা ও ভোলার ছাত্রলীগের নেতা রোবেল এর নির্দেশে জাতীয় পত্রিকায়

পর্ব-১

বরিশাল পল্লী সঞ্চয় ব্যাংকের সদর উপজেলা মাঠ সহকারী মনিরুজ্জামান পরাগ ও নাজমুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করেছেন ভুক্তভোগী একজন সাংবাদিক ও এক্টিভিস্ট। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা ঢাকার প্রধান কার্যালয় সাবেক সিবিএ নেতা ও ভোলার ছাত্রলীগের নেতা রোবেল এর নির্দেশে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ বন্ধ করতে নাজমুল ও পরাগকে ভুক্তভোগীর বাসায় হামলা করতে পাঠায়।

সেই নির্দেশ পেয়ে পরাগ গত বছর ১০ মে শুক্রবার বরিশালের বাসায় যায়। পরাগ নিজেকে প্রথম ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন ও বাসায় জোরপূর্বক ঢুকে সাংবাদিক নিয়াজকে ব্যপক জিজ্ঞাসাবাদ করেন।এসময় ভুক্তভোগীর সাথে বাকবিতন্ডার সময় স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন জড়ো হলে পরাগ নিজেকে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী দাবী করেন। সেটিও প্রমাণে ব্যর্থ হলে পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা কর্মকর্তা হামিদাকে ফোন দেন ভুক্তভোগী। তখন হামিদা বেগমও বিস্মিত হন পরাগের এ ধরণের কর্মকান্ডে। (সকল প্রমাণাদি সংরক্ষিত রয়েছে প্রতিবেদকের হাতে)।

মুঠোফোনে এসব ব্যাপারে পরাগের কাছে জানতে চাইলে তিনি সংবাদ কর্মীকে বলেন আপনার যা ইচ্ছা নিউজ করে করতে পারেন,প্রয়োজনে লাগাতার নিউজ করেন বলে ফোন কেটে দেন এবং বলেন নিউজে আমার কিছু আসবে যাবে না। নাজমুলকে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সামনাসামনি আপনার সাথে কথা বলব নিউজ না করার জন্য অনুরোধ জানান। এই পরাগ নাজমুল ফ্যাসিস্ট সরকারের আমলের দোশর ছিলেন বলে জানা যায়। এমনকি তখনকার আমলে অনেক সিনিয়র অফিসারদের সাথেও তারা দুর্ব্যবহার করেছেন।

এ বিষয় সরেজমিনে জানতে গেলে পল্লী সঞ্চয় ব্যাংকের সদর উপজেলা কর্মকর্তা তারেকুল তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং নাজমুল-পরাগকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। তিনি (তারেকুল) সাংবাদিকদের এসব বিষয় নিয়ে ঘাটতে, নিউজ করতে মানা করেন এবং অভিযুক্তদেন বক্তব্য সংগ্রহে জোরপূর্বক বাধা দেন,আরো বলেন আপনারা মন্ত্রণালয়ে গিয়ে খোঁজখবর নেন। আমার টেবিলে আসছেন কেন ?

জেলা কর্মকর্তা হামিদা বেগম বলেন ‘ এ ধরণের কথা আগেও শুনেছি। কোন সরকারি লোক কোন কারন ছাড়া কারও বাসায় কেন যাবেন? এসব কর্মকাণ্ড তো তারা করতে পারেন না এটা অন্যায়। পরাগের বডির ল্যাঙ্গুয়েজ কথাবার্তা একটু উল্টাপাল্টা বলে স্বীকার করেন। বলেন তারা দুজন ই সিপিআই নেতার লোক। তিনি আরো বলেন আপনারা লিখিত অভিযোগ দেন আমরা হেড অফিস কে অবহিত করে অফিসের নিয়ম অনুসারে ব্যবস্থা নিব।

উল্লেখ্য, এ ঘটনায় লিখিতভাবে অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী এবং মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *