শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
আদম ব্যাবসার কথা বলে অভিনব কায়দায় প্রতারনা করে আসছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার সোহেল রানা। সোহেল রানা নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও আদৌ সে নিউজ লিখতে পারেনা। সাংবাদিকতার কার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন এলাকা থেকে বিদেশ পাঠানোর কথা বলে কোটি টাকা হাতিয়ে নিয়ে অনেক পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই ইয়াবা সেবী সোহেল রানা।
হাওর এলাকায় জন্ম নিয়ে সোহেল রানা রাজধানীর কিছু চিহ্নীত অপরাধীদের সহযোগীতায় সাংবাদিকসহ অনেকের নামে বিভ্রান্তকর তথ্য প্রচার করে আসছে প্রতারক সোহেল রানা।
গত ৬/৭ মাস পূর্বে তার নিজ এলাকার চার জন যাত্রীকে বিদেশ পাঠানোর কথা বলে আনুমানিক ৪০ (চল্লিশ লক্ষ) টাকা হাতিয়ে নিয়ে প্রতারনার সুস্পস্ট প্রমান আছে। ছোট বেলা থেকেই টাউট আর বখাটে হওয়ার কারনে মাঝে মাঝে সাধারন পাবলিক তাকে উত্তম মধ্যম করেন ভালো করানোর জন্য।
সোহেল রানার এলাকায় গনমাধ্যম কর্মীর উপস্হিতিতে পাওনাদার এসে চিটার প্রতারক সোহেলের শাস্তি কামনা করছেন। প্রতারক সোহেল রানার জন্য মিঠামোইন থানার অফিসার ইনচার্জ এর নিকট সাংবাদিকরা একাধিক বার ফোন করে তাকে জানে বাঁচানোর জন্য পুলিশ এর সহযোগিতা কামনা করেন।
সোহেল রানা সাংবাদিক এর নামে মিথ্যা প্রোগন্ডা ছরাচ্ছেন বলে সোহেল ও তার সহযোগিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে তাঁর ছোট ভাই ডেন্টাল ডাক্তার আরিফ ভুল চিকিৎসায় রোগী মেরে ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানী পর্ব ১
২য় পর্ব আসছে….