বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা আ.লীগ নেতার পাশে বিএনপি নেত্রী, লালপুরে নেতাকর্মীদের বিক্ষোভ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস

বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

শুধু ভিকি নয় ক্যাটরিনা নাকি তার শাশুড়ি মায়েরও খুব কাছের। ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন অভিনেত্রী। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে একেবারে পাঞ্জাবি পরিবারের ঘরনি। ভিকির সঙ্গে শ্বশুর-শাশুড়িকেও আপন করে নিয়েছেন তিনি।

কিছুদিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনার যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা। পুত্রবধূর একঢাল কালো রেশমি চুলের পিছনে তার বড় ভূমিকা রয়েছে। নিজে হাতে ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকী, আভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারী।’

২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। তবে বিয়ের আগের দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। কোনও ভাবেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ভিকি-ক্যাটরিনার পরিবারও।

এখনও একসঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধেননি ভিকি-ক্যাটরিনা। কর্ণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভাল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *