রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ
পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা জুড়ীতে অবৈধ স’মিল মালিকের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ঘুষের অভিযোগ সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মালয়েশিয়ায় সিন্ডিকেট করতে সক্রিয় সাবেক প্রবাসী কল্যাণে মন্ত্রী বেয়াই মোশাররফের ক্যাশিয়ার দোলন ৩৩নং ওয়ার্ড আ. লীগের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সরকারি বরাদ্দে ইউপি সদস্যের ব্যক্তিগত মার্কেটের ড্রেন নির্মাণ: জনতার প্রতিবাদ

Reporter Name
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জনবহুল একটি ওয়ার্ড জাঙ্গিরাই গ্রাম। এ এলাকায় এখনো লাগেনি কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পাতানো রাতের ভোটের নির্বাচনে জাঙ্গিরাই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি হওয়া ইউপি সদস্য আব্দুল জব্বার জনগুরুত্বপূর্ণ কাজ না করে নিজের বাড়ীর সামনের ব্যক্তিগত মার্কেটের ড্রেন নির্মাণের নামে সরকারি বরাদ্দ লুটপাট করার অভিযোগ উঠেছে। এরকম আরো অনেক সরকারি প্রকল্প বরাদ্দ এনে নিজের ব্যক্তিগত পকেট ভারী করায় পরেছেন সাধারণ ভোটারদের রোষানলে।

সাধারণ জনগণের সাথে প্রতারণা করে সরকারি বরাদ্দ আত্ম আত্মসাৎ করার কারণে জনগণের তোপের মুখে পড়ার পাশাপাশি পরবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করতে হয় তাকে। এছাড়া এলাকায় বিচারের নামে ভুক্তভোগী অসহায় গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে আব্দুল জব্বারের বিরুদ্ধে। অসহায় গরিব মানুষের বিচার পরবর্তী আমানতের টাকা ফেরত না দেওয়ায় রাস্তাঘাটে বারবার হয়েছেন লাঞ্ছিত। ইউপি সদস্য থাকাকালীন সময় পরিবারের লোকজনের নামে সরকারি ত্রাণ সামগ্রীসহ সরকারি ভাতা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার মেয়াদকালে সকল সরকারি বরাদ্দে ২০ থেকে ৩০% কমিশন আদায় করতেন তিনি। কমিশন না দিলে অনেক সরকারি কাজ বন্ধ করে দিতেন এবং কমিশনের টাকা না পেয়ে সরকারি কাজে ব্যবহৃত ইট, বালি, পাথর, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী জোর করে বাড়িতে নিয়ে যেতেন। এ নিয়ে অনেক ঠিকাদার প্রতিকার চেয়েও পাননি কোন সুরাহা। আব্দুল জব্বারের অবৈধ ক্ষমতার কাছে বিভিন্ন সরকারি কাজের ঠিকাদারসহ সাধারণ জনগণ ছিল একেবারে অসহায়। অনেক অসহায় মানুষের জায়গাজমি বসতবাড়ি দখলেরও অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সিন্ডিকেট সদস্য আব্দুল জব্বারের বিরুদ্ধে।

ইউপি সদস্য ও ফ্যাসিস্ট আওয়ামী সিন্ডিকেট সদস্য
আব্দুল জব্বার সরকারি বরাদ্দে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নাইট চৌমুহনী এলাকায় নিজের বাড়ির সামনের নিজ মালিকানাধীন মার্কেটে ড্রেন নির্মাণের নামে সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছেন। প্রথমে বাড়ির সামনের মার্কেটের ড্রেন নিজের প্রয়োজনে করলেও পরবর্তীতে সুযোগ বুঝে সরকারি প্রকল্পে টাকা তুলে আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবাদ গড়ে তোলেন স্থানীয়রা। যারাই ইউপি সদস্য আব্দুল জব্বারের অনিয়মের বিরুদ্ধে কথা বলতেন তাদের বিরুদ্ধে নেমে আসত নির্যাতনের স্টিম রুলার।

একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আব্দুল জব্বার ইউপি সদস্য থাকাকালীন সময়ে আওয়ামীলীগ সরকারের সিন্ডিকেটের সদস্য হয়ে এলাকায় রামরাজত্ব করেছেন। এমন কোন অনিয়ম ও জুলুম নেই যা তিনি করেননি। বর্তমানেও তিনি বিভিন্ন ভাবে মানুষদের হয়রানি করে আসছেন। জুলুমবাজ আব্দুল জব্বারের কাছ থেকে সাধারণ মানুষ মুক্তি চায়।

এবিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *