বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সাহিত্য, সংস্কৃতি ও মননচর্চার মিলনমেলায় অনুষ্ঠিত হলো একটি সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও “আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা–২০২৫” অনুষ্ঠান। দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক, কথা সাহিত্যিক ও প্রকৌশলী বি এম এরশাদ। প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অহিদুর রহমান অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ জনাব প্রাকৃতজ শামীমরুমী টিটন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ ড. আবু তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দৈনিক নিরপেক্ষ-এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতা উল্লাহ খান, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম কিরণ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাসিনা মমতাজ, এবং বাংলা সাহিত্য পরিষদ (ইউকে)-এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ কামাল আহমেদ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা—জামালপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে আগত বহু গুণীজন অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলেয়া বেগম লাকী, এডভোকেট সাহিদা রহমান, কবি রিতু নুর, কবি শেফালী হোসেন, কবি খান আক্তার হোসেন, কবি কামরুজ্জোহান ঝিনুসহ আরও অনেকে।
অনুষ্ঠানের একপর্যায়ে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক, নৈতিক ও মননশীল সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আন্তর্জাতিক পরিসরের অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।