বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা জুড়ীতে অবৈধ স’মিল মালিকের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ঘুষের অভিযোগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

“পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার”

মাহমুদুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং উচ্চপদস্থ ব্যক্তিরাও শিকার হচ্ছেন এক অভিনব প্রতারণার। অনিক ও সোহেল নামের দুই ব্যক্তির নেতৃত্বে এই চক্রটি ভুয়া ‘প্রাচীন পিলার ও কয়েন’ বিক্রির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের প্রতারণার কৌশল এতটাই সুচিন্তিত ও পেশাদার ছিল যে ভুক্তভোগীরা সহজে সন্দেহ করতে পারেননি।

ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, প্রতারক অনিক ও সোহেল সাধারণ কয়েন, পাথর অথবা সিলিন্ডার আকৃতির বস্তুকে কৃত্রিমভাবে পুরাতন বানিয়ে সেগুলোকে ‘প্রাচীন ও বিরল’ বস্তু হিসেবে উপস্থাপন করতেন। কৃত্রিমভাবে দাগ ও চিহ্ন তৈরি করে সেগুলোতে ইতিহাসভিত্তিক ব্যাখ্যা দিয়ে ‘বিশেষ বিনিয়োগ’ হিসেবে বিক্রি করা হতো। এক ভুক্তভোগী (ছদ্মনাম রূপা) জানান, “ওরা বলেছিল পিলারটি প্রাচীন মন্দিরের অংশ। আমরা ছবি ও ইতিহাস দেখে বিশ্বাস করেছিলাম। পরে বুঝলাম এটি কৃত্রিম। আমাদের সব অর্থ হারাতে হলো।” অন্য এক ভুক্তভোগী ফরহাদ বলেন, “কয়েনগুলো ‘রেয়ার’ বলে চাপ দেওয়া হয়েছিল। লেনদেনের পর মেটাল টেস্টে বোঝা গেল সব ভুয়া।”

চক্রটি তাদের প্রতারণার ‘অপারেশন’ পরিচালনার জন্য ফাইভস্টার হোটেলের বিলাসবহুল লাউঞ্জ, কনফারেন্স রুম এবং রেস্তোরাঁ ব্যবহার করত। এই বিলাসবহুল পরিবেশ, সজ্জা এবং তাদের পেশাদারী প্রেজেন্টেশন ভুক্তভোগীদের মনে দ্রুত আস্থা তৈরি করত, ফলে ক্রেতারা বড় অঙ্কের অর্থ লেনদেনে দ্রুত ঝুঁকতেন।

এই চক্রের মূল কৌশল ছিল দেশের ধনী ও উচ্চপদস্থ ব্যক্তিদের টার্গেট করা। তারা নিজেদেরকে ইতিহাস বিশেষজ্ঞ ও অভিজ্ঞ পেশাদার হিসেবে উপস্থাপন করত। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহী শহর মিলিয়ে দেশের শতাধিক ব্যক্তি এই চক্রের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় ৫০-৭০ জন সাধারণ মানুষ, ২০-৩০ জন বৃহৎ ব্যবসায়ী ও শিল্পপতি এবং ১০-২০ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন। লেনদেনের পর প্রতারকেরা কখনও অর্ধেক বস্তু, কখনও ভুয়া কাগজপত্র দিয়ে বা সম্পূর্ণ উধাও হয়ে গিয়ে অর্থ আত্মসাৎ করত।

ভুক্তভোগীরা লেনদেনের রশিদ, ব্যাংক ট্রান্সফারের প্রমাণ, ফেসবুক/মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট এবং প্রদর্শিত বস্তুর নমুনা সংগ্রহ করেছেন। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, এই বস্তুগুলো পরীক্ষা করার জন্য মেটাল কমপজিশন টেস্ট, স্ট্রাকচারাল বিশ্লেষণ এবং প্যাটিনা পরীক্ষা অত্যাবশ্যক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ‘প্রাচীন বস্তু যাচাই করার জন্য শুধু চেহারা বা ইতিহাসভিত্তিক ব্যাখ্যা যথেষ্ট নয়। ল্যাবরেটরি টেস্ট এবং প্রমাণভিত্তিক যাচাই প্রয়োজন।’

আইনগতভাবে এটি প্রতারণা, জাল বিক্রয় এবং প্রতারণামূলক ব্যবসায়িক কৌশলের আওতায় পড়ে। ভুক্তভোগীরা থানায় এফআইআর দায়ের করে এবং প্রমাণাদি জমা দিয়ে মামলা করতে পারেন। এই চক্রের দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের ধন্যাঢ্য ব্যক্তিদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। একই সাথে জনগণের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং পেশাদারী যাচাইয়ের প্রয়োজনীয়তা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *