রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ
জুড়ীতে অবৈধ স’মিল মালিকের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ঘুষের অভিযোগ সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মালয়েশিয়ায় সিন্ডিকেট করতে সক্রিয় সাবেক প্রবাসী কল্যাণে মন্ত্রী বেয়াই মোশাররফের ক্যাশিয়ার দোলন ৩৩নং ওয়ার্ড আ. লীগের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ আওয়ামী নেতা শাহজালালের দৌড়-ঝাপেই বিপাকে খিলগাঁও পুবালী মার্কেটের ব্যবসায়ীরা কে জামান ওয়াশিং প্ল্যান্টের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ করার অভিযোগ আনিকা ওয়াশিং প্ল্যান্টে গ্যাস লাইনের অবৈধ ‘ইন্ডাস্ট্রি কনভার্শন’ স্থানীয়রা দিচ্ছে সতর্ক বার্তা ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন, কারখানা সিলগালা ও জরিমানা মেডিকেল করানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঠাকুরগাঁওয়ে অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন, কারখানা সিলগালা ও জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলার সালান্দর চৌধুরীহাট এলাকায় অবস্থিত ‘মিতু চানাচুর’ নামের একটি খাদ্য উৎপাদন কারখানায় জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রমাণ মেলে যে, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন করে আসছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ মিলনকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঠাকুরগাঁও জেলার সালান্দর চৌধুরীহাট এলাকায় অবস্থিত ‘মিতু চানাচুর’ নামের একটি খাদ্য উৎপাদন কারখানায় জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রমাণ মেলে যে, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর চানাচুর উৎপাদন করে আসছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ মিলনকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাহেনা লাবনী । উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ আক্তার ফারুকসহ অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, ‘মিতু চানাচুর’ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানের সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানের সময় কয়েকজন স্থানীয় ভোক্তা জানান, “আমরা নিয়মিত এই চানাচুর খেতাম। কিন্তু এর অভ্যন্তরে এমন অখাদ্য উপাদান হয়েছে তা জানতাম না। এখন থেকে এসব খাদ্যের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে। আমরা চাই প্রশাসন আরও ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করুক, যেন জনগণ নিরাপদ খাদ্য পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *