অদ্য ২৭ অক্টোবর ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আক্তারুজ্জামান এর নেতৃত্বে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘন করে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে ২টি বাস ও ১টি ট্রাকের চালকের বিরুদ্ধে মোট ৩টি মামলা করা হয়। এতে মোট ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। এ সময় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বাস ও ট্রাকে ‘শব্দদূষণ রোধে সচেতন হোন’ শীর্ষক স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত