পুরস্কার সবসময়ই কাজের অনুপ্রেরণা বাড়ায়—এই সত্যকে আবারও প্রমাণ করেছেন শায়েস্তাগঞ্জ থানার এক নিরলস পরিশ্রমী পুলিশ সদস্য। সেপ্টেম্বর ২০২৫ মাসে ওয়ারেন্ট তামিল এবং অধিক পরিমাণে মাদক উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
আজ ২০ অক্টোবর ২০২৫ তারিখে হবিগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁকে এ পুরস্কার প্রদান করেন হবিগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান ।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্য তাজুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করে জানান, “এই সম্মাননা আমার জন্য গর্বের। এটি শুধু আমার একার অর্জন নয়—এই সাফল্যের পেছনে থানার প্রতিটি অফিসার ও ফোর্সের অকুণ্ঠ সহযোগিতা রয়েছে।”
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন হবিগঞ্জ (সদর সার্কেল)-এর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সী প্রতি এবং শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ এর প্রতি, যাঁদের দিকনির্দেশনা ও প্রেরণায় তিনি এমন সাফল্য অর্জন করতে পেরেছেন। জেলা পুলিশের এই স্বীকৃতি মাঠপর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত