সারাদেশে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় রোববার (১২ই অক্টোবর) শুরু হলো এ প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।
এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টার দিকে টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবর রহমান (ইনচার্জ), স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ, গৌতম পুরকায়স্থ স্বাস্থ্য সহকারী, জিয়াউল হাসান(FPI), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত