বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
চুনারুঘাট পৌর শহরে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন মারজিয়া আক্তার নামে এক মুসলিম তরুণী। তিনি দাবি করেছেন, দীর্ঘ প্রেমের সম্পর্কের পরও প্রেমিক বাসুদেব দেব এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা ও বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মারজিয়া আক্তার অভিযোগ করেন, চুনারুঘাট পৌর শহরের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেব দেবের সঙ্গে দীর্ঘ এক বছরের প্রেমের সম্পর্ক ছিল তার। এই সম্পর্কের ভিত্তিতে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। অথচ এখন বাসুদেব বিয়ে করতে রাজি হচ্ছে না। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।