আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে। এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে, দ্রুতই এগুলো আনা হবে। ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বডি ক্যামেরাগুলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে কেনা হবে। এর ফলে যন্ত্রপাতির মান ও দামের নিশ্চয়তা পাওয়া যাবে এবং সরকারকে সরাসরি দর কষাকষি করতে হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত