স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি জানিয়েছে "স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট"। রোববার, ৩১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এ দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য জোটের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, মহাসচিব মোহাম্মদ তাজুল ইসলাম ফয়াজি এবং ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রনেতা মোঃ ওমর ফারুক প্রমুখ। আন্দোলনের প্রেক্ষাপট ও সরকারের প্রতিশ্রুতি- বক্তারা জানান, গত ২৮ জানুয়ারি আন্দোলনের একপর্যায়ে সরকার তাদের আশ্বস্ত করে জানিয়েছিল— সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে অনুদানভুক্ত ১,৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানগুলো আবেদন করে এবং মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তালিকা প্রকাশ করা হয়নি, ফলে শিক্ষক সমাজে চরম হতাশা বিরাজ করছে।
দাবি ও হুঁশিয়ারি- বক্তারা সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন "যদি দ্রুত আমাদের দাবিসমূহ মেনে না নেওয়া হয়, তাহলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো।"
সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিসমূহ:
শেষ কথা- বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। একদিকে এমপিওভুক্ত ও জাতীয়করণ নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। এখন সময় এসেছে এই শিক্ষকদের ন্যায্য অধিকার দেওয়া এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারের মূলধারায় অন্তর্ভুক্ত করার।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত