শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ নোয়াপাড়া তরুণ সংঘের উদ্যোগে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সার্বজনীন শ্রীশ্রী গণেশ পূজা।দুইদিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল পূজামণ্ডপ প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পূজার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় শ্রীশ্রী গণেশ পূজা, ধর্মীয় নাটক, নৃত্য, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ধনা মালাকার (ভুলু)। এ উপলক্ষে দূর-দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হয়ে পূজার্চনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। পূজা উপলক্ষে সারা এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।