শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নবগঠিত সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন-এর অভিষেক অনুষ্ঠান–২০২৫। গত শনিবার সকাল ১০টায় বিজিআইএফটি অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর ড. এ কে এম মাহবুবুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবা সুলতানা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর তাহমিনা আখতার এবং প্রফেসর ড. ফয়সল আহম্মদ,
শাবিপ্রবি ও শাবি এবি সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
কলিগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউর রহমান,
টঙ্গী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ফেরদৌসী বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর মোঃ মহসীন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুহাম্মদ মোশারফ হোসেন, কো-অর্ডিনেটর, অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটি। অনুষ্ঠানে নতুন কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং প্রতিষ্ঠাতা সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে অভিষেক কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজন করে সমাজকর্ম বিভাগ এবং সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।