মিরপুর বিআরটিএ অফিস যেন এখন দালালদের অবাধ আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে ১১৪ ও ১১৬ নম্বর রুমে প্রকাশ্যে চলছে ঘুষের বাণিজ্য। কর্মকর্তা রাকিবের ছত্রছায়ায় দালাল মনির, বাবু, জসিম, গিয়াস ও সুমনসহ একাধিক ব্যক্তি সরকারি আসনে বসে কাজের নামে প্রতারণা চালাচ্ছে।
অভিযোগ রয়েছে, মালিকানা বদলের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গ্রাহকদের নানা অজুহাতে হয়রানি করা হয়। অথচ দালালদের হাতে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পৌঁছালে একই কাজ মুহূর্তেই সম্পন্ন হয়ে যায়। এতে সরকারি নীতিমালা ও সাধারণ মানুষের অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, দালালরা সরকারিভাবে নির্ধারিত চেয়ারে বসে গ্রাহকদের ফাইল হাতে নিয়ে সরাসরি স্লিপ প্রদান করছে। তারা এমন ভঙ্গিতে কাজ করছে যেন তারাই আসল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অথচ রুমের প্রকৃত দায়িত্বশীল রাকিব নির্বিকার দর্শকের মতো চুপচাপ সব অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রকে ভেঙে না দিলে সাধারণ মানুষের হয়রানি দিন দিন আরও বাড়বে। জরুরি ভিত্তিতে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
👉 অনুসন্ধানের ৩য় পর্ব আসছে...
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত