শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
গতকাল সোমবার (১১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময়ের সহ-সম্পাদক মোহাম্মদ আখতারউজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, উজ্জ্বল ভূইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়া, সুজন মাহমুদ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ভোরের সময় পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসানের বলেন “তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানির ঘটনা নয়—এটা পুরো সাংবাদিক সমাজের ওপর এক নির্মম আঘাত। আমরা যারা মাঠে থেকে সত্য তুলে ধরার চেষ্টা করি, তুহিন ছিলো তাদের একজন সাহসী কণ্ঠ। তার এই মর্মান্তিক মৃত্যুর সুষ্ঠু বিচার না হলে দেশে আর কেউ সাংবাদিকতার মত পেশায় নিরাপদ বোধ করবে না।
আমি ভোরের সময় পত্রিকার একজন সংবাদকর্মী হিসেবে দাবি জানাচ্ছি, তুহিন হত্যার পেছনে থাকা প্রত্যেক জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসাথে, দেশের প্রতিটি সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”