শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ীতে যুবদলের প্রভাব খাটিয়ে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ভোক্তভোগী মহিলা প্রবাসীর স্ত্রীর আপত্তির ভিডিও ধারণ করে আপত্তিকর ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানি করেছেন ওই যুবদল নেতা। এনিয়ে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। উপজেলার সচেতন মহল ওই যুবদল নেতার বহিষ্কার দাবি করছেন।
জানা যায়, গত শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের কাতার প্রবাসী মাহমুদুল হাসান সিরাজের স্ত্রীর পিতা মৃত মানিক মিয়ার ক্রয়কৃত জমি দখল করতে দলবল নিয়ে যান জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম।
এসময় খবর পেয়ে ওই প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার ওই জায়গায় উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। শিউলির প্রতিবাদে উত্তেজিত হন যুবদল নেতা সিরাজ সহ তার সাঙ্গপাঙ্গরা। এসময় ওই যুবদল নেতা সহ তার সাঙ্গপাঙ্গরা ওই প্রবাসীর স্ত্রীর উপর হামলা করে। পরে ওই মহিলার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সিরাজ সহ তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যান।
এবিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার বলেন, আমার বাবা চম্পকলতা মৌজার কালিনগর গ্রামে ১৯৮২ সালে ৫০ শতক জমি একই গ্রামের তজমুল আলীর কাছ থেকে ক্রয় করে। ৫০ বছর ধরে এ জমিতে আমরা ভোগদখল করে চাষাবাদ করে আসছি। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতন হলে যুবদল নেতা সিরাজুল ইসলাম বিএনপি যুবদলের প্রভাব খাটিয়ে আমাদের জায়গা দখল করার চেষ্টা করে। জায়গা দখলের চেষ্টায় শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আমাদের জমি দখল করতে আসে। খবর পেয়ে আমি প্রতিবাদ করতে গেলে সিরাজসহ তার সাঙ্গপাঙ্গরা আমার উপর হামলা করে। পরে আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সিরাজ সহ তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা সিরাজুল ইসলামের মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূইয়া বলেন, ভুক্তভোগী নারী অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।