শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
আজ ১০ আগষ্ট গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে এবং জাতীয় সদর দপ্তর ডিজাস্টার রেসপন বিভাগের সার্বিক সহযোগিতায় British Red Cross এর অর্থায়ন ৪ দিন ব্যাপি Unit Disaster Response Team (UDRT) Training অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জনাব নাফিসা আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলি, সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এম আশরাফ টুলু, অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও উপ সহকারী পরিচালক, মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।