শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ বলেছেন, ১৩ জুন লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে ।ওয়ান টু ওয়ান বৈঠকে নিশ্চয়ই একটা কিছু হবে।
বুধবার( ১১ জুন) বিকাল ৫ টায় দৌলতখান উপজেলা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাফিজ ইব্রাহিম বলেন, নির্বাচন যখনই হোক, বিএনপি প্রস্তুত। তিনি বলেন, বিগত বিএনপির সরকারের আমলে ভোলা-২ আসনে শিক্ষা বিস্তারে স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে, স্বাস্থ্যসেবায় হাসপাতাল এবং নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক স্থাপন করা হয়েছে। আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। বেকারত্ব দূর করতে গ্যাসভিত্তিক শিল্প- কারখানা গড়ে তোলা হবে।
উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সভাপতি মোশারেফ হোসেন মশুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জীব মৃধা, এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, পৌর বিএনপির সম্পাদক গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, জুয়েল মাহমুদ জুলু উপজেলা যুবদলের সদস্য সচিব আবুহেনা মোঃ রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।