গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজিরধনী গ্রামের মিজানুর রহমান রোমান দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতি, অবৈধ অর্থপাচার ও তদবির বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রোমান ভুয়া নিয়োগপত্র প্রদান করে ইতোমধ্যে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। প্রতারক রোমানকে খুঁজে না পেয়ে ভুক্তভোগীরা দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগীরা জানান, তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও রোমান মুখোমুখি সাক্ষাতে রাজি হচ্ছেন না। গাইবান্ধার স্থায়ী বাসিন্দা হলেও বিয়ের সুবাদে বর্তমানে রাজশাহীতে অবস্থান করে রোমান বিভিন্ন জেলায় ‘সরকারি চাকরি’ পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন।
প্রতারিত ব্যক্তিদের অভিযোগ, রোমান প্রভাবশালী পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হয়রানির মধ্যে ফেলে দিচ্ছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোমানের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা রাজধানীর মতিঝিল, কোটিপতি পার্ক, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় সক্রিয়ভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, কুপতলা ইউনিয়নের এক বাসিন্দা একপর্যায়ে রোমানকে আটক করে অর্থ আদায় করেছিলেন।
ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, "এই ভয়ঙ্কর প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যতে কেউ সাধারণ মানুষকে এভাবে প্রতারণা করতে না পারে।"
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত