কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের হাওর অঞ্চলের সহজ-সরল মানুষ মোঃ রমজান আলী তার সন্তানসম দুই নিকট আত্মীয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় দিশেহারা। ইতালিতে উন্নত জীবনের আশায় বিদেশ যাত্রা করলেও দুর্ভাগ্যজনকভাবে তারা মানব পাচারকারীদের জালে আটকে পড়েছেন। এখন তারা প্রাণনাশের হুমকির মুখে।
গত ১২ মে ২০২৫ তারিখে মোঃ উজ্জ্বল মিয়া (পাসপোর্ট নং: A১৬৮৪৯৩৮৮) এবং প্রতিবেশী সুভাষ রবি দাস (পাসপোর্ট নং: ৭০৬৬২৭৩৩৭) বিদেশ গমনের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন। তাদের প্রেরণ করেন তাজুল ইসলাম, হেলাল মিয়া, কবীর হোসেন, আফসার হোসেন ও সুজন মেহেদী নামের একটি পাচারকারী চক্র।
পরবর্তীতে জানা যায়, উজ্জ্বল মিয়া ও সুভাষ রবি দাস শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের নিকট জিম্মি আছেন। দুই জনই এখন চরম মানবেতর জীবন যাপন করছেন। পাচারকারীরা তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করে মুক্তিপণের টাকা দাবি করছে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। প্রতিদিনই মারধর করে আতংকে রেখেছেন।
অন্যদিকে দুই ছেলেকে বাঁচানোর জন্য ট্রাভেলস এজেন্সির প্রতিনিধি রমজান আলীর মারফত শ্রীলংকার গ্যাং-য়ের নিকট লক্ষাধিক টাকা পাঠিয়েও নির্যাতন বন্ধ হচ্ছেনা। প্রতিনিয়ত অমানুষিক নির্যাতনের হইতে রক্ষার জন্য মানবাধিকার সংস্হা ও সাংবাদিকদের নিকট হাউমাউ করে বাঁচার আকুতি করছেন।
শ্রীলঙ্কা থেকে নাইম নামের এক ব্যক্তি +৯৭১৫৬৬৫০৩১৪৫ নম্বর থেকে এবং লিবিয়া থেকে জহিরুল নামের আরেক ব্যক্তি +২১৮৯৪৪২৮৪৩ নম্বর থেকে রমজান আলীর ব্যক্তিগত মোবাইলে (০১৬১৭-২৪৫০২৪) বারবার হুমকিস্বরূপ ফোন করছেন।
ভুক্তভোগীর পরিবার জানান, “আমরা হাওরের সহজ-সরল মানুষ, এসব প্রতারণা বোঝার মতো অভিজ্ঞতা আমাদের নেই। এখন বুঝছি, ওদের ভুল পথে ঠেলে দিয়েছি। আমার বুকের ধন উজ্জ্বল আর সুভাষ আজ মৃত্যুর মুখে। আমি সরকার ও প্রশাসনের কাছে কাকুতি-মিনতি করে বলছি, দয়া করে আমার ছেলেদের ফিরিয়ে দিন।
সন্তান হারানোর আতঙ্কে ভেঙে পড়েছেন মা মালেকা খাতুনও। কাঁদতে কাঁদতে বলেন, “বাবারে! ওদের যদি কিছু হয়, আমরা আর বাঁচব না। সরকার যেন আমার বুকের ছেলেদের ফেরত আনে।”
অভিযোগকারী রমজান আলী সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলেন, “আমি মাননীয় রাষ্ট্রপতি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি—মানবিক কারণে যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমার সন্তানদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং এই পাচারকারী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।”
আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের হইতে জিম্মিদের রক্ষার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন ও ক্যাট জার্নালিস্ট কমিটি বাংলাদেশ এর সদস্যগন সচিব- পররাষ্ট্র মন্ত্রণালয়, সচিব- স্বরাষ্ট্রমন্ত্রনালয় ও বাংলাদেশে নিয়োজিত শ্রীলঙ্কা হাইকমিশনার বরাবর মানবিক সহায়তা চেয়ে গত ২৯/০৫/২০২৫ ইং সহায়তা চাইলে পররাষ্ট্রমন্ত্রনালয় অতি দ্রুত উজ্জল ও সুভাস রবি দাসকে বাংলাদেশে ফিরিয়ি আনার জন্য শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে দায়িত্বরত কনস্যুলার মাহমুদা বেগমকে অবহিত করিলে, কনস্যুলার মাহমুদা বেগম অতি আন্তরিকতার সহিত শ্রীলঙ্কায় জিম্মিদের সহিত মুঠোফোনে কথা বলেছেন ও অতি দ্রুত উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠাবেন মর্মে আশ্বস্ত করে দায়িত্বরত সাংবাদিকদের সহিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত