হবিগঞ্জের মাধবপুরে মামলার স্বাক্ষী দেওয়ায় জিলু মিয়া (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে।
রোববার (২৬ মে) গভীর রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নে'র কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক জাহাঙ্গীর (৩০) কে আটক করেছে পুলিশ। সে হলো ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফামের্সী ব্যবসায়ী নজরুল ইসলাম ও তারই চাচাতো ভাই মৃত ইদ্রিস আলীর ছেলে জাহাঙ্গীরের সাথে ঝগড়া হয় প্রায় ৩ মাস পূর্বে।
এ ঘটনায় নজরুল বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় জিলু মিয়াকে স্বাক্ষী মানা হয়েছিল। জিলু মিয়া ওই ঘটনার স্বাক্ষী প্রদান করে।
এতে ক্ষিপ্ত হয়ে রোববার দিবাগত রাত অনুমান ১টার দিকে জিলু মিয়াকে ঘর থেকে বের করে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এবং বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত