শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয় পাল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে চেকপোস্ট পরিচালনা কালে সন্দেহজনক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজাসহ নয়ন মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেন।
সে গাজীপুর জেলার কালীয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের প্রদীপ মন্ডল এর পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।