বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল।
সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ২৪ এর উপধারা (৩) অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।
দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিভাগীয় প্রধান পদে নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
ড. জিল্লুর রহমান পল বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও চলচ্চিত্র শিক্ষায় পরিচিত একটি মুখ। তিনি এর আগেও বিভাগীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দক্ষতা ও সুনামের সঙ্গে। তাঁর নতুন এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে গবেষণা ও শিক্ষায় আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নবীন বিভাগ হলেও ইতোমধ্যে শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।