রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ
পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা জুড়ীতে অবৈধ স’মিল মালিকের বিদ্যুৎ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ঘুষের অভিযোগ সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মালয়েশিয়ায় সিন্ডিকেট করতে সক্রিয় সাবেক প্রবাসী কল্যাণে মন্ত্রী বেয়াই মোশাররফের ক্যাশিয়ার দোলন ৩৩নং ওয়ার্ড আ. লীগের নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নওগাঁয় জামায়াত নেতা হত্যা মামলার আসামি সহ ৭ ডাকাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

 

নওগাঁর সাপাহার উপজেলার জামায়াত সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার আসামী মোঃ সেলিম সহ কুখ্যাত ৭ জন ডাকাত কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়াও লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৩ এপ্রিল সাপাহারের নোসনাহার বাজার থেকে অটো চার্জার চালক সাদিকুল ইসলাম বাড়ি ফেরার পথে ইসলামপুর ব্রিজে তাকে থামিয়ে তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। এ ছাড়াও পোরশা উপজেলার সরাইগাছী বাজার থেকে আড্ডা বাজার যাওয়ার পথে মসিদপুর এলাকায় অটো চার্জার চালককে হত্যার ভয় দেখিয়ে তাকে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সাপাহার ও পোরশা থানায় মামলা রুজু হয়।
এরপর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের দিক-নির্দেশনায় ডিবির একাধিক টিম অভিযান চালিয়ে, গত রবিবার (২৭ এপ্রিল) নওগাঁ ও অন্ত জেলা রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে তাদের কে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে লণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার একাধিক ডাকাতি ও দুর্ধর্ষ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং অটো চার্জার গুলো ছিনতাই পূর্বক ব্যাটারি এবং বডি আলাদা আলাদা যন্ত্রাংশে পরিণত করে খুচরা ভাবে বিক্রি করে বলে শিখার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুখ্যাত ডাকাত মোঃ আব্দুল জব্বার তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি ডাকাতি ও চুরির মামলা। মোঃ নুরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪ টি ডাকাতি ও চুরি মামলা এবং মোঃ সেলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৮ টি ডাকাতি ও চুরি মামলা রয়েছে।ছিনতাই এর সাথে জড়িত গ্রেফতারকৃতরা হলেন, শহিদ খান (৩৪), পিতা-মোঃ আলম খান, মোঃ কাওছার আলী মৃধা (২৪), পিতা-মোঃ পরেশ আলী মৃধা, মোঃ আব্দুল মতিন মোল্লা (৫০), পিতা-মোঃ তমিজ উদ্দিন মোল্লা, মোঃ জিয়াউর রহমান (৪২), পিতা-মৃত ময়েন উদ্দিন, মোঃ আজিজুল মন্ডল (৬৪), পিতা-মৃত সোলায়মান মন্ডল, সবাই নওগাঁ জেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে,অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) এম এ মান্নান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *