মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ
গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গুচ্ছ পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয়,যাতায়াতে সহায়তা ও নিরাপত্তা জোরদার

এ এ এইচ সিয়াম,নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র।

আগামীকাল (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এই ভর্তি পরীক্ষা কার্যক্রম। সি (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

ইতোমধ্যে ভর্তি পরীক্ষাকে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে থেকে শুরু হয়ে পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ ব্যাসার্ধের ভেতর ১৪৪ ধারা জারি থাকবে। ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন করতে রোভার স্কাউটের  ৩০ জন সদস্য  নিয়োজিত থাকবে। রাস্তার যানযট নিয়ন্ত্রণ করতেও থাকবে যথাযথ পদক্ষেপ।

এছাড়া পরীক্ষার্থীদের ময়মনসিংহ ও ভালুকা হতে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষার্থীদের সাথে আগত আভিভাবকদের জন্য করা হয়েছে বসার আসন ও শৌচাগারের সুব্যবস্থা।

এদিকে পরীক্ষা চলাকালীণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান এবং পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পরীক্ষা চলাকালীন সময়ে তিনি বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, আগামী ০২ মে  ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ০৯ মে (শুক্রবার)  ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যরে উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *