মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৪ই এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গলে একটি যৌথ আভিযানিক দল বুধবার (২৩শে এপ্রিল) রাত সাড়ে ১০টায় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট কোতোয়ালী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম হুমায়ুন মিয়া (৩০)। তিনি শ্রীমঙ্গলের আলিসারকুল গ্রামের নানু মিয়ার পুত্র।
র্যাব-৯ জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮