মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ
গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

দুর্নীতিবাজ সাইদুলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকারের সাবেক আইজিপি বেনজীরসহ দুর্নীতিবাজ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বিপুল পরিমাণ অবৈধ অর্থ বিদেশে পাচারে সম্পৃক্ততাসহ নানা অভিযোগে সাইদুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

রোববার (২০শে এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সিলেট উপশহর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১শে এপ্রিল) বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সাইদুল ইসলাম বড়লেখা পৌরসভার গাজীটেকা (আইলাপুর) এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার চোরাচালান, অবৈধ ব্যবসা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাইদুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে পাঠানো থানা পুলিশের ফরোয়ার্ডিং ও বিভিন্ন সূত্র জানায়, সাইদুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় থেকে স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা, ভারতীয় গরু মহিষ পাচার সহ নানা অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এমনকি সাইদুল সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদসহ অন্তত বিশজন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার অবৈধ টাকা ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদে পাচার করতে সহায়তা করেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব অপরাধ কর্মকান্ড চালিয়েছেন।

আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট তথ্য রয়েছে। এই অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে পুলিশ রোববার (২১শে এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট উপশহর এলাকার বাসা থেকে তাকে আটক করেন।

সোমবার বিকেলে অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক সাইদুল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বড়লেখার সর্বস্তরের নাগরিকবৃন্দ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা অধ্যাপক আব্দুস শহীদ খানের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মীর মুহিবুর রহমান, আগর আতর ব্যবসায়ী দুবাই প্রবাসী বদরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক মীর মখলিছুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খসরু,সিনিয়র যুগ্মআহ্বায়ক নসিব আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *