মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি কাটা রাইফেল ও ৭ রাউন্ড কার্তুজসহ মুহাম্মদ সোহেল (৪২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ
উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মুহাম্মদ সোহেল কক্সবাজার জেলার চকরিয়া বিএমচর বাহাদ্দারকাটা পুচ্ছলিয়া পাড়া গ্রামের ফোরকান আহমদের ছেলে।
পুলিশ জানায়, লোহাগাড়ায় ডাকাতি করার উদ্দশ্যে ওই এলাকা দিয়ে ডাকাত প্রবেশ করছে গোপনে এমন সংবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চলাকালে সোহেল গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যায়।
পরে তাকে গ্রেপ্তারপূর্বক তার কাছ থেকে দেশীয় তৈরি একটি কাটা রাইফেল, তাঁজা কার্তুজ, ছোরা ও বল্লম উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।