মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ
গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বর্ষা আতঙ্কে বাঁশখালীর খানখানবাদের উপকূলীয় বাসীরা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

আসছে বর্ষা আতঙ্কে বাঁশখালীর খানখানবাদের উপকূলীয় বাসীরা উপজেলার খানখানাবাদ পয়েন্টে অবস্থিত সমুদ্র সৈকতের বেড়ীবাঁধের বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সুত্র জানা যায়, গত বছর বেড়িবাঁধ রক্ষায় একটি প্রকল্প কাজ সম্পন্ন হয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতার কারণে এই গুরুত্বপূর্ণ মেরামতের প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।

অতি দ্রুত এই সমস্যার সমাধান না করা গেলে, আগামী বর্ষা মৌসুমে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ে পশ্চিম বাঁশখালী ফের সাগরের লোনা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাবাদ পয়েন্টের বেড়ীবাঁধের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল এবং ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বাঁধের দুর্বল অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আবদুল জলিল জানান, সামান্য জোয়ারের পানিতেও এখন বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। বর্ষা মৌসুমের পূর্বে এই দুর্বলতা মেরামত করা না হলে, বড় ধরনের দুর্যোগে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় জনজীবনের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

নাম প্রকাশের অনিচ্ছুক এক এক ইউপি সদস্য বলেন, পশ্চিম বাঁশখালীর কৃষি ও মৎস্য সম্পদের ওপর এই বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোনা পানির অনুপ্রবেশে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এবং মাছ চাষের পুকুরগুলো নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে এলাকার অর্থনীতিতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়বে এবং বহু মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।

খানখানাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল আলম বলেন জরুরি ভিত্তিতে খানখানাবাদ পয়েন্টের বেড়ীবাঁধ মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশাসনিক জটিলতা কাটিয়ে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং মেরামত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় কর্মকর্তা অনুপম পাল জানান, খানখাবাদ এলাকায় গত বছর বেড়িবাঁধের ভাংগন রক্ষায় বালুর বস্তার ডেনপেন করা হয়েছিল। বর্ষার আগে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো তালিকা করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *