শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ
দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৩০০ আসনে প্রার্থী দিলে ৫০ আলেম এমপি হবেন: ধর্ম উপদেষ্টা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষায় নূরানী মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এখান থেকে শিক্ষা গ্রহণকারীরাই ভবিষ্যতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়বে বলে মন্তব্য করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের শিক্ষক কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসাইন বলেন, “বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা দিতে সারাদেশের নূরানী বোর্ডের আওতাধীন মাদ্রাসা সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ৮৮ হাজার গ্রামের ২৬ হাজার মাদ্রাসায় প্রায় ৪০ লাখের মতো শিক্ষার্থী রয়েছে। এইসব কচিকাঁচা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। যারা ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিচালনার মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে তুলবে।”

আলেমদের জনগণের কাছে গিয়ে আস্থা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের আলেম ওলামাদের উপর মানুষের অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। এই আস্থা আরো গভীর ও সুদৃঢ় করতে হবে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “৩শ সংসদীয় আসনে আলেমদের পক্ষ থেকে প্রার্থী দিতে পারলে অন্তত ৫০ জন নির্বাচিত হবে। নির্বাচিতদের পক্ষ থেকে কয়েক জন মন্ত্রী হবে। আলেম ওলামাদের প্রতিনিধি মন্ত্রী হলে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে।”

তিনি আরও বলেন, “আল্লাহর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নূরানী মাদ্রাসা কাজ করছে।… সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। আর ঐক্যবদ্ধ করার জন্য নূরানী মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে দেশের সেবায় কাজ করতে পারলে শিক্ষার সার্থকতা হবে।”

নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মুফতি খলিল আহমদ কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন মুফতি জসিমুদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান এবং হাটহাজারী থানার ওসি আবু কাউসার মাহমুদ হোসেন।

অন্যদের মধ্যে মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জমির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আনিস, হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মুহাম্মদ ইউনূস, মাওলানা আবুল হাসান, মাওলানা ওসমান শাহনগরীসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *