মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
বাঁশখালীতে আকস্মিক সাগরের জোয়ারে স্লুইচ গেইটসহ দু’পাশের বেড়ীবাঁধ ভেঙ্গে গিয়ে আশপাশের এলাকা তলিয়ে গেলে বিএনপি নেতা নুরল আলম সিকদারের তত্ত্বাবধানে বিধ্বস্ত বেড়ীবাঁধ দ্রুত পূনঃনির্মাণ করা হয়।
রোববার উপজেলার উপকূলীয় গন্ডামারার ৭ নম্বর ওয়ার্ড মধুখালী এলাকার বেড়ীবাঁধ ভেঙ্গে ঘরবাড়ি ও চলাচল পথ মারাত্মক ঝুঁকিতে পড়েও বেড়ীবাঁধ দ্রুত পূনঃনির্মানের ফলে বেঁচে যায়।
আকস্মিক সাগরের জোয়ারের পানিতে এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। খবর পেয়ে বিএনপি নেতা চেয়ারম্যান লিয়াকত আলীর নির্দেশে স্থানীয় বিএনপি নেতা নুরল আলম সিকদারের তত্ত্বাবধানে বিধ্বস্ত বেড়ীবাঁধ দ্রুত পুনঃনির্মাণ করা হয়। এতে অনেক চাষির লবণের মাঠ ও কৃষকের ধান চাষ রক্ষা পেয়েছে। তৎক্ষণাৎ বেড়ীবাঁধ পুনঃনির্মাণ হওয়াতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলো পূর্ব বড়ঘোনা বাসী।
বিএনপি নেতা নুরল আলম সিকদার বলেন, আমাদের নেতা চেয়ারম্যান লিয়াকত আলীর নির্দেশে ভাঙা বাঁধ দ্রুত সংস্কার করি।