মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ
গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জৈন্তাপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

হাসান মোহাম্মদ বদরুল, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ই এপ্রিল)  সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম স্কুল সংলগ্ন বটতলা হতে ১লা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।

পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১লা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও শিল্পকলা একাডেমির শিক্ষিকা গায়ত্রী পলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ এন ইসলাম মোহাম্মদ জাকির, ইন্সপেক্টর (তদন্ত)  মোহাম্মদ উসমান গনি, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ জুলহাস, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনজ্ঞো সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান  দলীয় অংশগ্রহণে পরিবেশন করা হয়।

সমাপনী বক্তব্য রাখেন সভাপতি জর্জ মিত্র চাকমা। এ সময় নববর্ষ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *