বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রাতা কৈব্যর্ত্ত পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়!
গতকাল শনিবার ১২ এপ্রিল সকালে হঠাৎ অগ্নিকাণ্ড সূত্রপাত হলে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এগিয়ে আসার আগেই ৪টি বাড়ির সমস্ত মালামাল পুড়ে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন যদুনাথ দাশ, রঞ্জিত দাশ, সজল দাশ ও লিটন দাশ এর বাড়ি। এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক অথবা চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হতে পারে। পুড়ে যাওয়া ৪টি বসতঘর পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে চাল ডাল নগদ অর্থসহ প্রদান করা করেন। আরও উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম সালাহ উদ্দিন কামাল সহ প্রমুখ।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৮৯৮২৯৪২৭৪। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত